Khoborerchokh logo

চলতি সপ্তাহে সারাদেশে শীত নামবেে,আবহাওয়া অফিস । 245 0

Khoborerchokh logo

চলতি সপ্তাহে সারাদেশে শীত নামবেে,আবহাওয়া অফিস ।

খবরের সময় ডেস্ক
 শুক্রবার দিনভর রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকা ছিল মেঘাচ্ছন্ন। এর মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও।আবহাওয়া অফিসের তথ্য,শনিবারও এমন বৃষ্টির দেখা মিলতে পারে।এরপর তাপমাত্রা কমে শীত নামবে দেশে।দেশে চলমান মেঘলা আবহাওয়ার কারণ আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ।এর একখণ্ড মেঘমালা ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশের আকাশে ঢুকেছে।সঙ্গে জলীয় বাষ্পপূর্ণ পূবালি বাতাসআবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে যাবে। এরপর কমবে তাপমাত্রা।এদিকে উত্তরে হিমালয় হয়ে শুষ্ক শীতল হাওয়া পঞ্চগড় দিয়ে দেশে ঢুকেছে।দক্ষিণের পুবালি বাতাস আর উত্তরের হিমেল বাতাসের সংঘাতে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো বাতাসের সৃষ্টি হয়েছে বলে জানান আবহাওয়াবিদরা। তাতে শনিবার সামান্য বৃষ্টি হতে পারে।আজ প্রচারিত শনিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। নদীতীরবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়,১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com